24.7 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বিদেশ যাওয়ার আগে জেনে রাখুন

print news

স্টাফ রিপোর্টার সুজনঃ বিদেশে দ্রুত ও স্বচ্ছন্দে মানিয়ে নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও পূর্ব দক্ষতা অর্জন করা জরুরি। নিচে উল্লেখযোগ্য দক্ষতা ও পূর্ব প্রস্তুতির বিষয়ে তুলে ধরা হলো—

পূর্ব প্রস্তুতিঃ

1.বিদেশ যাওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষার প্রস্তুতি নিন।
2.সঠিক পরিকল্পনা ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন।
3.আত্মনির্ভরশীল হয়ে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার মানসিকতা গড়ে তুলুন।
4.ইমিগ্রেশনে আত্নবিশ্বাসের সাথে সঠিক তথ্য দিয়ে অগ্রসর হবেন।

কর্ম পরিকল্পনাঃ

১. ড্রাইভিং ও লাইসেন্স

ড্রাইভিং শেখা ও নিজ দেশে ড্রাইভিং লাইসেন্স নেওয়া অত্যন্ত উপকারী। অনেক দেশে এই দক্ষতা থাকলে সহজেই কাজের সুযোগ পাওয়া যায়।

২. কম্পিউটার দক্ষতা

বেসিক কম্পিউটার স্কিল যেমন— MS Word, Excel, PowerPoint, টাইপিং ও ইমেইল ব্যবস্থাপনা শিখে নেওয়া দরকার। পাশাপাশি, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং জানলে আরও ভালো সুযোগ পেতে পারেন।

৩. ইংরেজি ভাষা দক্ষতা

ইংরেজি, বিশেষ করে স্পোকেন ইংলিশ ও যোগাযোগ দক্ষতা উন্নত করা জরুরি। এছাড়া, যে দেশে যাচ্ছেন, সে দেশের ভাষার প্রাথমিক জ্ঞান অর্জন করাও উপকারী।

৪. রান্নার দক্ষতা

নিজে রান্না করতে পারলে খরচ কমানো যাবে ও স্বাবলম্বী হওয়া সম্ভব। এছাড়া, হোটেল বা রেস্টুরেন্টে রান্নার কাজের মাধ্যমে সহজে আয় করা যায়।

৫. টেকনিক্যাল ও ইলেকট্রনিক্স স্কিল

ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিং, ফ্রিজ ও এসি মেরামতের দক্ষতা থাকলে ভালো উপার্জনের সুযোগ তৈরি হতে পারে।

৬. তথ্য অনুসন্ধানের দক্ষতা

ইন্টারনেট থেকে দ্রুত ও সঠিক তথ্য খুঁজে বের করার কৌশল জানা দরকার, বিশেষ করে গুগল ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে।

৭. যোগাযোগ দক্ষতা

পেশাদারভাবে কথা বলা ও নিজের মতামত পরিষ্কারভাবে উপস্থাপন করার কৌশল শিখুন। ইউটিউব বা অনলাইন কোর্স থেকে এই দক্ষতা উন্নত করা যেতে পারে।

৮. প্রেজেন্টেশন স্কিল

নিজের দক্ষতা ও অভিজ্ঞতা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরার কৌশল শিখুন, যা চাকরির ইন্টারভিউ বা পেশাদার পরিবেশে কাজে লাগবে।

৯. পরিশ্রমের মানসিকতা ও ব্যাবসা সম্পর্কে বাস্তব ধারণা গ্রহণ করা।

বিদেশের জীবন সহজ নয়, তাই কঠোর পরিশ্রম ও মানিয়ে1 নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

সতর্কতা ও পরামর্শঃ

ভাষা জ্ঞান ও ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে সঠিক প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। অন্যথায় বিদেশ ভ্রমণের স্বপ্নভঙ্গ হতে পারে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ