নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে মানুষ পছন্দ করে এটা অনেকের হিংসার কারণ হিসেবে দাঁড়িয়েছে, অনেক রাজনৈতিক দলের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নাসিক ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকাস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আপনারা দেখে আসছেন ৮১ সালের আগে থেকে কীভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। দেশের ভেতর এবং দেশের বাহিরে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই দলের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হবে তখন ধরে নিতে হবে ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধেই না সেটা বাংলাদেশের বিরুদ্ধেও।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট মাথা পালিয়ে গেছে কিন্তু শরীরের লেজ কিন্তু অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভেতর ভেতর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা বিএনপির ভেতরও এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। তাই সকলকে এলার্ট থাকতে হবে।
নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন, আগামীর যে নির্বাচন হবে, আপনাদের আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই, দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো, নো, নো অ্যান্ড নো।
তিনি আরও বলেন, এই নির্বাচন অতীতের যেকোনো নির্বাচন থেকে অনেক অনেক কঠিন হবে। তাই নিজেদেরকে প্রস্তুত করুন। আগামীর নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের পুলসিরাত আমরা যেন পার হতে পারি। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য তারেক রহমান বলে, বিএনপি নেতাকর্মীর কাছে মানুষ নির্বাচনের কথা জিজ্ঞেস করার মূল কারণ তাদের আস্থা আর প্রত্যাশার জায়গা বিএনপি। অধিকাংশ মানুষই বিএনপির প্রতি তাকিয়ে থাকে। আপনাদের প্রতি যখন কোটি মানুষের প্রত্যাশা থাকবে তখন দায়িত্ব অনেক বড় হবে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। আমরা ডামি নির্বাচনে বিশ্বাসী না। আমরা গণতন্ত্রে বিশ্বাসে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।