নিজস্ব প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিল পুলিশ, তবে শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলের তোড়ে তাদের বাধা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। টিয়ারগ্যাস নিক্ষেপের পর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়, তখন বিস্ফোরণের শব্দও শোনা যায়।
অপ্রতিরোধ্য মিছিল, পুলিশের ব্যর্থতা
জুমার নামাজের পরপরই বায়তুল মোকাররমের উত্তর গেট ও সিঁড়িতে দাঁড়িয়ে হিযবুত তাহরীরের কর্মীরা স্লোগান দিতে শুরু করে। তারা কালিমা খচিত ব্যানার হাতে নেয়।
প্রথমে মাত্র ১০ জন পুলিশ তাদের বাধা দিতে গেলে বিশাল মিছিলের সামনে তারা পিছু হটে। পল্টন মোড়ে মোতায়েন থাকা পুলিশের আরও একটি দল মিছিল থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়।
সংঘর্ষ ও পুলিশের প্রতিক্রিয়া
বিজয়নগরে পৌঁছানোর পর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। পুলিশ তখন লাঠি হাতে তাদের তাড়া করতে দেখা যায়।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আলী জানান, “এখন পরিস্থিতি শান্ত। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
সাংবাদিক আহত, নিরাপত্তা জোরদার
সংঘর্ষের সময় দৈনিক কালবেলার প্রতিবেদক সুশোভন অর্ক আহত হন, তার পেটে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি প্রতিরোধের ঘোষণা দেয়। পুলিশ সদর দপ্তর জানায়, “হিযবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, তাদের সকল কার্যক্রম আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।”
বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা থেকে তিনজনকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।
কঠোর প্রস্তুতি সত্ত্বেও নিয়ন্ত্রণহীন পরিস্থিতি
জুমার নামাজের দুই ঘণ্টা আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশ, র্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়। নামাজ পড়তে আসা মুসল্লিদের ব্যাগ তল্লাশি করা হয় এবং কিছু মানুষের পরিচয় ও অন্যান্য তথ্য চাওয়া হয়।
পুলিশ ও র্যাব সদস্যদের হাতে গ্যাসগান, শটগানসহ দাঙ্গা দমনের সরঞ্জাম দেখা যায়। আশপাশে সাঁজোয়া যান ও জলকামান মোতায়েন ছিল। তবে এত প্রস্তুতির পরও মিছিল শুরু হলে পুলিশের বাধা কার্যকর হয়নি, এবং স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।