17.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বাজারে আলুর দাম বেশি হওয়ায় বীজ আলু উৎপাদন নিয়ে শঙ্কা

print news

নিউজ রাজশাহী : সারাদেশে যে সমস্ত এলাকায় সবচেয়ে বেশী আলু উৎপাদন হয়, তারমধ্যে রাজশাহীর বাঘা উপজেলা অন্যতম। কিন্তু এ বছর বাজারে খাওয়ার আলুর দাম অনেক বেশী হওয়ায়, বীজ আলু-খাবার আলু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে বীজ আলুর সংকট দেখা দিয়েছে। কৃষকদের দাবি, সরকার যে কোন মুল্যে বাজারে আলুর দাম নিয়ন্ত্রন করতে ব্যার্থ হলে, এবার ডিসেম্বরে শুরুতে মৌসুম ভিত্তিক আলুর উৎপাদন ব্যাপক হারে কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

আলুর ভান্ডার হিসাবে খ্যাত বাঘার চরাঞ্চলের কৃষকরা বলছেন, এবার আলুর দাম বেশি হওয়ায় ব্যবসায়ীরা বীজ আলু খাবার আলু হিসাবে কাজে লাগাচ্ছে। যদি এমন অবস্থা চলতে থাকে, তাহলে সামনের মৌসুমে শুরু থেকে নতুন আলুর দাম ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এর ফলে বিপাকে পড়বে সাধারণ খেটে খাওয়া মানুষও কৃষকরা।

কৃষি বিপণন অধিদপ্তরের সূত্রে জানা গেছে, অক্টোবর শেষে দেশে বীজ আলুর মজুত ছিল ৫.৬৭ লাখ টন। আর বীজ আলুর চাহিদা ছিল ৭.৫ লাখ টন। অর্থাৎ ইতিমধ্যেই প্রায় ২ লাখ টন বীজ আলুর মজুত খাওয়ার আলু হিসেবে ব্যবহার হয়ে গেছে। এর ফলে চরম হতাশার মধ্যে রয়েছেন আলু চাষীরা।

বাঘার কৃষকরা এ প্রতিবেদককে বলেন, সরকার পরিবর্তনের পর সকল পন্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু অন্যতম। এখন বাজারে প্রতি কেজি খাবার আলু বিক্রয় হচ্ছে ৭৫ টাকা বা তারও বেশি দামে। কিন্তু প্রকার ভেদে বিভিন্ন কোম্পানি বীজ আলু বিক্রি করছে ৭০ থেকে ৭৩ টাকা কেজি দরে। ফলে আশঙ্কা তৈরি হয়েছে বীজ আলু খাবার আলু হিসেবে ব্যবহার হওয়ায়।

তারা আরো জানান, যদি এমনি ভাবে চলতে থাকে এবং বাজার নিয়ন্ত্র করা সম্ভব না হয়, তাহলে এখন থেকে বীজ আলুর আরো সংকট তৈরি হবে। তখন সরকার দেশের বাইরে থেকে বীজ সরবরাহ করতে না পারলে কৃষকদের মাথায় হাত পড়বে।

বাঘার চরাঞ্চলের আলু চাষী গোলাম মোস্তফা জানান, প্রতি বছর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও বেসরকারি খাত বীজ আলুর জোগান দেয়। এ ছাড়াও চাষিদের কাছে অল্প কিছু বীজের জোগান থাকে। বর্তমানে বীজ আলু যা আছে, তা যথাযথ ভাবে সংরক্ষণ করা সম্ভব হলে শুধু কৃষক নয়, সরকারও বিপাকে পড়বেন।

সার্বিক বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দেশে খাবার আলুর চাহিদা ৮০ লাখ টনের কাছাকাছি। এর সঙ্গে সাড়ে ৭ লাখ টন বীজ আলুর চাহিদা রয়েছে। সাধারণত প্রতি বছর আলুর দাম উৎপাদন মৌসুমে ২০-৩০ টাকা এবং মৌসুম শেষে ৪৫-৫০ টাকায় ওঠে। কিন্তু এ বছর উৎপাদন মৌসুম থেকেই আলুর দাম চড়া, এখন সেটি ৭০-৭৫ টাকায় উঠেছে। এর প্রধান কারন ব্যবসায়ী সিন্ডিকেট। এর মধ্যে সরকার আলু আমদানির ওপর থেকে শুল্ক কমিয়ে আমদানি সহজ করেছে। কিন্তু আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ