নিজস্ব প্রতিনিধি বাঘা : রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় ইমাদুল হক (৪২) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইমাদুল হক উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর খুদেছয়ঘটি গ্রামের মুলাম হোসেনের ছেলে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৮ জানুয়ারী সকালে চারঘাট থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ির দিকে আসছিলেন তিনি। এ সময় বাঘা-চারঘাট সড়কের আটঘরিয়া মোড়ে মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আ*হত হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি । ইমদাদুল হক পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) অ.ফ.ম আসাদ্দুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।