বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় “নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ”-কে খুনি আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় থেকে বাঘা শাহদৌলা সরকারি কলেজ, বাঘা পৌরসভা ও বাঘা উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিকেল সাড়ে ৪টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাঘা উপজেলা বিএনপির একাংশের নেতা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, গণতন্ত্র হরণকারী শেখ হাসিনা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে একাধিক খুনের দায় মাথায় নিয়ে দেশত্যাগ করেছেন। আমরা অবিলম্বে তাকে দেশে এনে বিচারের দাবি জানাচ্ছি।
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, আজকে খুনি ও সন্ত্রাসী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আমরা তাদের ধিক্কার জানাই। যারা মানুষ খুন করে, তাদের নিবন্ধন বাতিল করা সঠিক সিদ্ধান্ত ছিল। একই সঙ্গে যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্যও দাবি জানাই। তিনি সবশেষে নিজেদের মধ্যে মতবিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান এবং সকল নেতাকর্মীকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পলাশ আহমেদ, বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, মালয়েশিয়া কর্মরত (মালাক্কা শাখা) যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত, বাঘা শাহদৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান রাজশাহী যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলামিন হোসেন, বাঘা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের নেতা আশিক ইকবাল (হিমেল), যুবদল নেতা তানভির আহমেদ পিয়াস, আমির হোসেন, টনি, জীবন আহমেদ, আরাফাত হোসেন ও অনিক-সহ দলীয় নেতৃবৃন্দ।
উক্ত বিক্ষোভ মিছিলটি বাঘা মডেল উচ্চ বিদ্যালয় থেকে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার যথাস্থানে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।