26 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বাঘায় একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির নেতা চাঁদ

print news

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বাউসা ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসভার আয়োজন করা হয়। এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো বিকল্প নেই। আ’লীগ সরকার গত ১৬ বছর যে পরিমাণ অনিয়ম-দুর্নীতি করেছে তার খোঁজখবর নিচ্ছে দুদক। এসব অন্যায়ের বিচার বাংলার মাটিতেই করা হবে। তিনি বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, সকল দলীয় নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার ও বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক।

বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, বাঘা উপজেলা বিএনপির নেত্রী শাপলা খাতুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার প্রমুখ। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ