নিজস্ব প্রতিনিধি বাঘা : যে দেশের নারিরা কর্মক্ষেত্রে যত বেশি অগ্রসর,সে দেশ ততো উন্ননশীল। এ দিক থেকে বর্তমান সরকার নারিদের ভাগ্যান্নয়নে কাজ করে যাচ্ছে এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বক্তরা বলেন, জনপ্রশাসনে, পুলিশ ও বিচার বিভাগে সরকারি চাকরিতে নারীদের অবস্থান দিন দিন আরও সংহত হচ্ছে। মাঠ প্রশাসনে দক্ষতার সঙ্গে নারীরা তৃণমূলে যেমন কাজ করছেন, তেমনি রয়েছেন প্রশাসনের শীর্ষ পদেও। শনিবার(০৮-০৩-২০২৫) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-“অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন”। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক অফিসার মনসুর আলীর সঞ্চালনায়,কোরআন তেলায়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্যকালে, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আক্তার বলেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট, নারীদের নানাবিধ অধিকার যেমন- শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক স্বাধীনতা, আইনগত সুরক্ষা, সামাজিক সুরক্ষা, রাজনৈতিক অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে সভায় অংশগ্রহণকারী প্রান্তিক নারীদের অবগত করেন।
সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, বর্তমান সময়ে নারীরা সৃজনসীল কাজে অংশ নিচ্ছে। কোনভাবেই নারীকে আর দুর্বল ভাবার সুযোগ নেই । সুযোগ ও সহযোগিতা পেলে নারীরা অনেক কিছুই করতে পারেন ,এজন্য আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য মোতাবেক কাজ করতে হবে ।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, এখনো নারী নিরাপদ নয়। নারীরা এগিয়ে গেলেও সবখানে বাঁধার স্বীকারও হচ্ছে। নারীর যোগ্য অধিকার বুঝে দেওয়ার দাবি জানিয়ে ইউএনও বলেন, নারীরা ধর্ষন,বাল্যবিয়ের স্বীকার হচ্ছে। সেবা না পাওয়া গেলে করণীয় ও অভিযোগ করা, নারীদের সতর্ক সচেতন করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেকটি নারী সবখানে সফলভাবে এগিয়ে যাক এই প্রত্যাশা করেন উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-সাংবাদিক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। উপস্থিত ছিলেন,উপজেলার দপ্তর প্রধান ও প্রান্তিক নারী নের্তৃত্বদানকারি নারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।