নিজস্ব প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ের ভবনে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটের দিকে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। জাতীয় পতাকা অবমাননার এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
রাতের আঁধারে জাতীয় পতাকা উড়লেও ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পতাকা নামানোর তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
এঘটনায় বাগাতিপাড়া দলিল লেখক সমিতির নেতা রেজাউল করিম জানান, গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে একটি ফেইসবুক লাইভের মাধ্যমে সাব-রেজিস্টারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখেছি। এটি একটি জাতীয় পতাকা অবমাননার অংশ।
এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার নাইম উদ্দিন বলেন, ওই দিন অতিরিক্ত দায়িত্ব পালনে পাশ্ববর্তী লালপুর উপজেলায় ছিলাম। পতাকা উত্তোলন ও নামোনোর দায়িত্বে যিনি ছিলেন তিনি ছুটিতে গেছিলেন। এজন্য এ সমস্যা হয়েছে।
অন্যদিকে এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুৃম প্রভার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা ছিল না। দায়িত্বে অবহেলা করলে অবহেলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।