আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি ২৫) দুপুরে উপজেলার সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মেয়েরা হাতে হাত রেখে মানববন্ধন করেন ।
এ মানববন্ধনে শুধু সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্যে দশম শ্রেনীর শিক্ষার্থী মোছঃ রাজিয়া সুলতানা, আল আরাফা মিথিলা, শাকিবা সুলতানা নাবা, নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান হাফসা বলেন,
গত ৬ জানুয়ারিতে নারদাশ ইউনিয়নে বিএনপির দুই – গ্রুপের সংঘর্ষের জেরে আমাদের সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে হামলা চালায় এতে করে আমরা শিক্ষার্থী ও শিক্ষক সহ আতঙ্কিত হয়ে পড়ি। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যেন কোন রাজনীতি না হয়। রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই। আমরা বাগমারা শিক্ষা অফিসার ও উপজেলা প্রশাসনের ও উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।