আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : বাংলাদেশর কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি ২৫) বিকেল ৩ ঘটিকার সময় লাকাটি বিলের মধ্যে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাসুপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়ামিন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম সমাপ্ত ভাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শাখার সদস্য সচিব আকুল হোসেন মিঠু। রাজশাহী জেলা শাখার যুগ্ন আহবায়ক মেজবাদুল হক দুলু, বাগমারা উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আঃ জলিল প্রামানিক।
সভায় সঞ্চালনায় ছিলেন, বাগমারা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মাস্টার জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু, মোজাম্মেল হক গোবিন্দপাড়া ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান, লতিফুল রহমান, সাদিয়া আক্তার, উজ্জ্বল হোসেন সহ কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।