বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের নাসিরগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলনের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর - ২০২৪) বেলা সাড়ে এগারোটার সময় কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সচেতন জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাসিরগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, বিভিন্ন কারন রয়েছে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো, কলেজ বিষয়ে উদাসীনতা ছিল। ক্লাশ ও অন্যান্য বিষয় নিয়ে তিনি সব সময় ছাত্রদের বিরোধিতা করেছেন।
তার কারনে আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলন স্যারের পদত্যাগ দাবি করছি। বিক্ষোভকারীরা সময় দেন ১ঘন্টার মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষর পদত্যাগ দাবী করেন । ছাত্র জনতার তুফের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলন পদত্যাগ করেন।
এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, পদত্যাগের বিষয়ে আমি কিছু জানি না।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।