33.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বাগমারায় জমি বিক্রির নামে প্রতারণা করে ৫ লক্ষ্য ৫ হজার টাকা আত্মসাতের অভিযোগ 

print news

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় জমি বিক্রির নামে প্রতারণা করে ৫ লক্ষ্য ৫ হজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গিয়েছে। বুধবার (১৯ মার্চ-২৫) বিকেলে সরজমিনে ঘটনা স্থলে গিয়ে জানা যায়। বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের গোড়সার গ্রামে মৃত মজিবর রহমানের ছেলে, নজরুল ইসলাম (৪৭) ও মৃত সারালী আলীর ছেলে, জামাল হোসেন(৪৮) এবং নজরুল ইসলাম ছেলে, অনিক মাহমুদ (২২)এর বিরুদ্ধে জমি বিক্রির নামে প্রতারণা করে।

উপজেলার নরদাশ ইউনিয়নের গোড়সার গ্রামের মৃত সেফাতুল্যার ছেলে, রফাতুল্যা (৫৭) এর নিকট থেকে জমি রেজিষ্ট্রি না দিয়ে ৫ লক্ষ্য ৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এখন সে জমিও দিচ্ছে না টাকাও ফেরত দিচ্ছে না করছে নানা রকম তালবাহানা। এবিষয়ে ভুক্তভোগী রফাতুল্যা ৫ লক্ষ্য ৫ হাজার টাকা উদ্ধারের জন্য নজরুল ইসলাম ও অনিক মাহমুদ, জামাল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বাগমারা থানা আমলী আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলা নাং – ৪৯২/ ২০২২ইং ভুক্তভোগী রফাতুল্যা জানান, প্রতারক নজরুল ইসলাম বলেন আমার ছেলে অনিক মাহমুদের বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরির জন্য টাকার প্রয়োজন সে, জমি বিক্রি করবে বলে আমাকে জানায়, তখন আমি আমার প্রতিবেশী মাহফুজুর রহমান আব্দুর রশিদ নুরুল ইসলাম আলাউদ্দিনের সাথে আলোচনা সাপেক্ষে জমির মূল্য ৫ লক্ষ্য ৫২ হাজার টাকা নির্ধারণ করা হয়। উক্ত টাকার মধ্যে সকলের উপস্থিতিতে নজরুল ইসলামকে নগদ অর্থ প্রদান করি ৫ লক্ষ ৫ হাজার টাকা।

উক্ত জমিটি ২০১৯ ইং সালে টাকা দেওয়ার পর থেকে আমি ভোগ দখলে আছি। বর্তমানে জমিতে ১৪৪ ধারা জারি হলে নজরুল ইসলাম গন  জোর করে জমিতে ধান রোপন করেন। উক্ত জমির জে এল নং- ৮৫ খতিয়ান নং- আর এস ৬০৯ – হাল দাগ ২৪০৫ রকম ধানী জমির পরিমান ১৫ শতাংশ ও ২৪৩১ দাগে ধানী জমির পরিমান ১১ শতাংশ মোট = ২৬ শতাংশ।

২ নং তফসিলে উক্ত মৌজার খতিয়ান নং – আর এস – ২৪ হালদাগ নং – ২৩৬১ রকম ধানী জমির পরিমান – ১৪ শতাংশ সর্বমোট ২ খতিয়ানে = ৪০ শতাংশ জোত সম্পত্তি। উক্ত জমি সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশে বসে এলাকাবাসী সেখানে টাকা নেওয়ার কথা স্বীকার করেন নজরুল ইসলাম গন।

এখন পর্যন্ত সে জমিও রেজিষ্ট্রি দেয়নি আমার ৫ লক্ষ্য ৫ হাজার টাকাও ফেরত দিচ্ছে না। আমি এই জমি কেনার জন্য কিস্তি থেকে টাকা তুলেছি বাড়ির গরু বাছুর বিক্রি করেছি। এমনকি আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নিয়েছি। আমি এখন খুবই কষ্টে জীবন যাপন করছি। আমার টাকা ফেরত চাইতে গেলে নজরুল ইসলামগণ আমাকে ও আমার পরিবারের সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি উক্ত বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ