আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় “উদীয়মান তরুণ সংঘ” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৫ই ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩.০০ ঘটিকায় সমষপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
“উদীয়মান তরুণ সংঘ” সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ মিঠু সরকার এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া বি এম কারিগরি কলেজের ইংরেজি প্রভাষক হাফেজ মাওলানা মোহাম্মদ বাবুল হুসাইন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাবুল হুসাইন শেখ এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শ্রী শিপন কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, জনকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, যোগাযোগ বিষয়ক সম্পাদক এস আর সাব্বির রহমান প্রমূখ।
অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন শীত সবার জন্য আনন্দের হয় না। আমাদের সমাজের যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে স্বচ্ছল মানুষের উচিৎ তাদের পাশে দাঁড়ানো।