14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বাগমারায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

print news

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় অবৈধ, ড্রামচিমনির ইট ভাটায় খড়ি পোড়ানোর অভিযোগে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত। ভাম্যমান আদালতের অভিযানে দুইটি ইটভাটার এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আউচপাড়া ও শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে।

রাজশাহী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, অবৈধ ভাবে ড্রামচিমনির মাধ্যমে খড়ি দিয়ে ইট পোড়ানোর কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে (২৪ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ হোসেন আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। অভিযানে অবৈধ ভাবে ড্রামচিমনির ইট ভাটায় খড়ি পোড়ানো ও ভাটার কোন বৈধ কাগজপত্র না থাকায় সূর্য্যপাড়া মাহিন ব্রিক্সকে এক লক্ষ ও কে আর কে ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অপর দিকে তিনটি ইটভাটাকে এসকেভেটর(মাটিকাটা মেশিন) দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ ইটভাটা অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা ও বাঁইগাছা ও শালমারা এলাকায় তিনটি ইটভাটার বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ