32.7 C
Rajshahi
সোমবার, মার্চ ১০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

print news

নিজস্ব প্রতিনিধি : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার। এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে ও বহ্নি শিখার সহযোগিতায়, বাংলাদেশ মহিলা পরিষদ সমমনা সংগঠন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, পরিবর্তন, টিআইবিসহ অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে আলুপট্রি মোড় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালিটি আলুপট্টি মোড় থেকে শুরু করে সাহেব বাজার জিরো পয়েন্টে শেষ হয়। সেখানে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের কথা বলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ভিকটিম সাপোর্ট সেন্টার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী সাবিনা ইয়াসমিন । তিনি বলেন. নারীদেরকে ছোট করে দেখার কিছু নাই। নারীরা এগিয়ে যেতে হলে পুরুষের সহযোগিতার প্রয়োজন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, প্রবীন সাংবাদিক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাশেদ রিপন, পরিচালক পরিবর্তন, টিআইবির সমন্বয়কারী মো: মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বিভাগীয় প্রধান এ্যাড. দিল সেতারা চুনি, পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ রিপন, আসুস এর নির্বাহী পরিচালক রাজ কুমার শাও, বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক ড. মোবাররা সিদ্দীকা, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার প্রশিক্ষন সম্পাদক সেলিনা বানু প্রমূখ।

এই সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা দুর হোক এবং কার্যকর যে আইনগুলো আছে সেগুলো যথাযথ বাস্তবায়ন হোক এবং সরকারকে, রাজনৈতির দলগুলোকে আহব্বান জানান তারা যেন নারী নীতিকে অন্য খাতে ধাবিত না করে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসে। নারী নির্যাতনের অপরাধীদের কোন জামিন হবে না, আইনে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মহিলা পরিষদের পক্ষ থেকে নারী নির্যাতন প্রতিরোধ সম্বলিত দাবি তুলে ধরা হয়। নারী নির্যাতন প্রতিরোধ সম্বলিত দাবিগুলো হলো:- ১.বাল্য বিবাহ বন্ধ করতে হবে এবং বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭এর বিশেষ ধারা বাতিল করতে হবে। ২.নারীর প্রতি সকল প্রকার বৈষম্যদুর করতে সিডও র ধারা ২ থেকে সংরক্ষণ প্রত্যাহার এবং সিডও ও অনুচ্ছেদ ১৬.১(গ) নিশ্চিতকরতে অর্থাৎ বিবাহ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তে নারীর সমানাধিকার ও দায়িত্ব নিশ্চিতের লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করতে হবে।৩.যৌনও লিঙ্গভিত্তিক সহিংসতার,শিকার নারীদের জন্য দেশের সব জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী সহায়তা ও তদন্ত বিভাগ, খেরাপি ও কাউন্সিলিং এবং সাইবার সাপোর্ট সেন্টারের ব্যবস্থা চালু করতে হবে। ৪. সমাজে প্রচলিত নারী বিদ্বেষী. নারীর প্রতি অসম্মানজনক প্রচার প্রচারণা বন্ধ করতে হবে।

৫. নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধের লক্ষ্যে পারিবারিক আইনে সমতা আনতে হবে। এই কর্মসূচিতে লিফলেট বিতরণ করা হয়। সবাইকে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় উপস্থিত সকলকে ধন্যবাদ,অভিনন্দনও শুভেচ্ছা জানিয়ে কর্মসূচীটি শেষ করেন। এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ