
অনলাইন ডেস্ক : ভারতের হায়দরাবাদের সিনেমা হলে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী জামিন পাওয়ায় কিছুটা স্বস্তিতে ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের পরিবার ও ভক্তরা। তবে এবার আরও জল ঘোলার ইঙ্গিত। নায়কের জামিন নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পদদলিত মামলায় এবার নায়কের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা পুলিশ। প্রশাসনের দাবি, অঘটনের দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না আল্লু।
তাহলে কি ফের গ্রেপ্তার হতে যাচ্ছেন আল্লু অর্জুন? যদিও পুলিশের দাবি মানতে নারাজ বিনোদন অঙ্গনের তারকারা।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হন আল্লু অর্জুন। অবশ্য সেদিনই আদালত তাকে অন্তর্বতী জামিন দিয়েছেন। যদিও অভিনেতাকে একরাত জেলে থাকতে হয়েছিল।
সিনেপর্দায় পুলিশের হাতে পরাস্ত না হলেও, বাস্তবে শেষমেষ পুলিশ আইনের কাছে মাথা নিচু করতে হয় ‘পুষ্পা’ আল্লু অর্জুনকে। সাদা হুডি-টিশার্টে স্ফুলিঙ্গ ফুটলেও, থানায় দাঁড়িয়ে ‘পুষ্পা’র তেজ কম দেখা যায়।
পরদিন জামিনে ছাড়া পেয়ে আল্লু বলেছেন, ‘আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এ ক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’
এদিকে বক্স অফিসে ঝড় তুলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। প্রতিদিনই বাড়ছে তার আয়ের অঙ্ক। সেখানে এই পুষ্পা নিয়ে আল্লু খুশি থাকবেন কি, পরিবর্তে সিনেমা ও নিজের এই খ্যাতি নিয়ে বিপদে পড়লেন। এখন ইচ্ছে করলেও ছবির ও খ্যাতির সাফল্যে আনন্দ করতে পারছেন না। এর মধ্যে দেখা গেল সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার শঙ্কা, ফলে নায়কের পক্ষে গ্রেপ্তার এড়ানো সহজ হবে কি না তা বলা যাচ্ছে না।