20.7 C
Rajshahi
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ফরিদপুরে গ্রেপ্তার আতঙ্কে দুই গ্রাম পুরুষ শূন্য

print news

নিজস্ব প্রতিনিধি : মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের নগরকান্দায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে দুই গ্রাম।

স্থানীয় বাসিন্দারা জানান, এ সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। এরপর গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। মামলায় ৫শ’ থেকে ৬শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মূলত এ খবর ছড়িয়ে পড়তেই গ্রামের পুরুষরা গ্রেপ্তার আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে হাট-বাজারের অনেক দোকান বন্ধ। তবে নিরাপরাধ কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এর আগে গত শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রাম ও পৌরসভার মিরাকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ক্লাব ভাঙচুরের পর লুটের অভিযোগ ওঠে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া যায়।

সবশেষ শনিবার রাতে পুলিশ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি দায়ের করেন থানার উপ-পরিদর্শক ইরানুল ইসলাম। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, ৫শ’ থেকে ৬শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযান চালিয়ে ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরকান্দা থানার ওসি সফর আলী বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথভাবে দুটি গ্রামে অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় অনেকে আত্মগোপনে চলে গেছে । ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আমরা নিরীহ কাউকে গ্রেপ্তার ও হয়রানি করবো না।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ