28.4 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

print news

নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর অতর্কিত হামলা হয়েছে। অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কলেজের সামনের সড়কে বৃহস্পতিবার সকাল ১০টায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে ফুসে উঠেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার ছেলেকে নিয়ে এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় পেছনের দিক থেকে একটি মোটরসাইকেল আসে। ওই মোটরসাইকেলে চালকসহ দুজন আরোহী ছিলেন। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী একটি লাঠি দিয়ে অধ্যক্ষের মাথায় আঘাত করলে তিনি সড়কের ওপর পড়ে যান। এলাকাবাসী অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় নেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মানববন্ধন করেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালনো হয়েছে। প্রতিবাদে আজ সকাল ১০টায় শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে অম্বিকা সড়কে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করে রাখেন। প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনের সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে ওসি আসাদউজ্জামান বলেন, ‘এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমি দেখেছি। পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে অধ্যক্ষের ওপর হামলা চালানো হয়েছে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

ওসি বিচারের আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর দুপুর ১২টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে ফরিদপুর শহরের সব কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ