নিজস্ব প্রতিনিধি : মন ভালো নেই প্রেমিকার। তার মন ভালো করতে নতুন উপায় বের করল প্রেমিক। মন ভালো করতে গিয়ে প্রেমিকাকে কোলের ওপর বসিয়ে মোটরসাইকেল চালানো এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু শহরের শারজাপুর মেইন রোডে।
রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় তিনি প্রেমিকাকে তার কোলে বসিয়ে ছিলেন, যা পরে ভিডিও ক্যামেরাবন্দি হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। ট্রাফিক আইন ভঙ্গ করায় প্রেমিকের ঠাঁই হয়েছে জেলে।
এই ভিডিও প্রকাশ পাওয়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ট্রাফিক আইন ভঙ্গের জন্য পুলিশের নজরে আসে বিষয়টি এবং তারা স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ জানায়, ওই যুবককে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ ধারা এবং মোটরযান আইনে মামলা করা হয়েছে, কারণ তিনি ব্যস্ত রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য দায়ী।
জানা গেছে, ওই যুবক এবং তার বান্ধবী চেন্নাই থেকে বেঙ্গালুরুতে আসেন গত ২২ ফেব্রুয়ারি। পরবর্তীতে তারা শারজাপুর মেইন রোডে বাইক চালাচ্ছিলেন, যেখানে প্রেমিক তার বান্ধবীকে কোলে বসিয়ে বাইক চালান।
গ্রেপ্তারের পর ওই যুবক পুলিশকে জানান, “আমার বান্ধবী হতাশ ছিল, তাই আমি তাকে মন ভালো করার জন্য বাইকে নিয়ে গিয়েছিলাম। এরপরও যখন তার মন ভালো হয়নি, তখন আমি তাকে কোলে বসতে বলি। কিন্তু কখনো ভাবিনি, এর জন্য আমাকে থানায় যেতে হবে।”
এই অদ্ভুত ঘটনা পুলিশ এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।