নিজস্ব প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আমজাদ হোসেন(৩০) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই এলাকার কাদিপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। গত রোববার রাতে কাদিপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গত বছরের ৪ নভেম্বর রাতে উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে পোরশা থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।