পুঠিয়া প্রতিনিধি মারুফ : রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক (৫৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল দশটার দিকে উপজেলা সদরের রামজীবনপুর তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই সময়ে পুঠিয়ার শাহবাজপুর থেকে জুলফিকার আলি নামের একজন ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, শ্রমিকদল নেতা নুরুল ইসলাম হত্যা সহ গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত গোলাম ফারুক হত্যাসহ নাশকতা মামলার আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।