14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচারসহ ৩ দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

print news

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী ‘নিরপরাধ’ জওয়ানদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁদের পরিবার ও স্বজনেরা। দাবি পূরণ না হলে তাঁরা লাগাতার কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের কারাবন্দী ও চাকরিচ্যুত জওয়ানদের পরিবারের সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারে জড়ো হন। এরপর তাঁরা সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগে এলে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। বাধা পেয়ে তাঁরা চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। বিকেল পাঁচটার দিকে তাঁরা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। এ সময় তাঁরা দাবি আদায়ে বক্তব্য দেন।

অন্য দাবিগুলো হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যাঁদের চাকরির বয়স পার হয়ে গেছে তাঁদের পুনর্বাসন করতে হবে।চাকরিচ্যুত বিডিআরের এক সদস্যের আত্মীয় আল আমিন আজ সন্ধ্যায় বলেন, দাবি আদায়ে আজ তাঁরা সারা রাত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি পূরণ না হলে তাঁরা লাগাতার কর্মসূচি পালন করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে আজ সন্ধ্যায় রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর যাঁরা চাকরিচ্যুত হয়েছেন তাঁরা ও তাঁদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ