অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত মুবতাছিন রহমান মাহিনের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) রংপুর নগরীর রুম্মা পাড়ার বড় মাদ্রাসা মাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রোববার ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছায়।
মাহিনের বাবা ইমতিয়াজুর রহমান এবি ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক। দু’ভাইয়ের মধ্যে মাহিন ছিলেন বড়। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটিতে শেষ বর্ষে পড়ছিলেন মাহিন।
জানাজায় মাহিনের সহপাঠী, আত্মীয়স্বজন, এলাকাবাসীসহ হাজারো মানুষ অংশ নেন। এরপর মুনশিপাড়া কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
মাহিনের বাড়িতে তার মা-বাবা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সকলের চোখে পানি। নগরীর জুম্মা পাড়ার বাড়িতে গতকাল শনিবার ছেলের অপেক্ষায় ছিলেন মা। কিছু দিনের মধ্যে বাড়ি আসার কথা ছিল মাহিনের। কথামতো ফিরেছেন মাহিন, তবে নিথর দেহে।
মাহিনের এমন মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে তার মামা কলেজ শিক্ষক জিকরুল ইসলাম বলেন, ‘সন্তানরা কোথায় নিরাপদ? আমরা এমন মৃত্যু চাই না। আমরা এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছি যাতে আমাদের সন্তানেরা নিরাপদ থাকে। কর্তৃপক্ষ নিরাপত্তা দেখবে না এটা শুধু এই দেশে সম্ভব।
মাহিনের ছোটবেলার বন্ধু তাসিম জানান, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহিন সবসময় সামনে থাকার চেষ্টা করেছিল।
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিনাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে বাসে বিদ্যুতায়িত হয়ে মাহিনসহ আইইউটির তিনজন শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিনজন।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।