নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা এনএসআই গোপন তথ্যের ভিত্তিতে হেমায়েতপুর উপজেলাধীন চরভবানীপুরে অবৈধ ভাবে নদীর মাটি খননের সময় ৫টি ট্রাক, ১টি স্কেভেটর সহ জড়িত ৪ জনকে আটক করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জেলা এনএসআই, পাবনার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর়ভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে জড়িত ৪জনকে আটক করে প্রত্যেককে ২০দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
আটককৃতরা হলো- ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে ড্রাইভার মোঃ মাসুদ ড্রাইভার (৪৯), চরভাঙ্গাবাড়িযা গ্রামের মৃত শাহজালাল প্রামানিকের ছেলে হালিম (৪৫), চরবাঙ্গাবাড়িয়া গ্রামের রশিদ জর্দারের ছেলে মনির (২৫) ও টিকরী গ্রামের আব্দুল করিম হোসেনের ছেলে আব্দুর লতিফ (২৫)।
স্থানীয়দের অভিযোগ বেশ কিছুদিন ধরে স্থানীয় দুষ্কৃতিকারী চরভবানীপুরে পদ্মা নদীতে মাটি খেকো জসিম, সোহাগ অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।