31.8 C
Rajshahi
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

পাবনার সুজানগরে ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

print news

অমিত খান পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে শিমলা খাতুন (১৭) নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী। সে তাঁতীবন্দ ইউনিয়নের কুমিরগাড়ী দহের পাড়া গ্রামের নায়েব আলীর মেয়ে এবং সুজানগরের সীমান্তবর্তী সাঁথিয়া উপজেলার বনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গত শনিবার বিকালে বিয়ের প্রস্তুতিকালে ওই বিয়ে বন্ধ করা হয়।

জানা যায়, শনিবার বিকাল ৪ টার দিকে বাল্য বিয়ে আইনকে উপেক্ষা করে উক্ত শিমলা খাতুনকে সাঁথিয়া উপজেলার জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের প্রবাসী ছেলে মাসুদ রানার (২৪) সাথে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং সুজানগর থানা পুলিশের সহযোগিতায় ওই বিয়ে বন্ধ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন শুধু বাল্য বিয়ে বন্ধ নয়, ভবিষ্যতে কোন অভিভাবক বাল্যবিয়ের আয়োজন করলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট সকলকে জেল জরিমানা করা হবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ