স্টাফ রিপোর্টার দুর্জয়ঃ পাবনায় রাতে মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার আতাইকুলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, দুবলিয়া ক্যাম্প পাড়ার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন রেজা খান (৩২), নতুন পাড়ার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম (৩১) ও শ্রীকোল এলাকার বাসিন্দা ও ছাত্রলীগকর্মী শহিদুল ইসলাম (৩১), তপু রায়হান (৩৫) ও শাকিল মৃধা (১৭)।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।