27.8 C
Rajshahi
সোমবার, মার্চ ১০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

পাবনায় ডেভিল হান্টে ২৪ ঘন্টায় গ্রেফতার-১১

print news

সেলিম মোর্শেদ রানা পাবনা প্রতিনিধি:- পাবনায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গেল ২৪ ঘন্টায় জেলায় ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ, পাবনা সদর- ১ ঈশ্বরদী – ৬, চাটমোহর-১, সাথিয়া-১ ও আমিনপুর থানায়-২ জনকে অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলেন পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া আনিসুর রহমানের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান রূপক (২৫) ঈশ্বরদী অরণকোলা মৃত শহিদুল ইসলামের মেয়ে মোসাম্মৎ রেবেকা সুলতানা (৩৮) ছেলে শাহরিয়ার ইসলাম রাতুল, অরণকোলা মৃত মোহাম্মদ আলী ছেলে মিজানুর রহমান (২৫) বড়ইচড়া মৃত রানা প্রামাণিকের ছেলে মোঃ সজিব হোসেন (২০) মোলাডুলি হাজীপাড়া আক্তার হোসেনের স্ত্রী জাহানারা বেগম, আমিন থানার রামেশ্বর গ্রামের মৃত শাজাহান মন্ডলের স্ত্রী রত্না খাতুন, চাটমোহর দোলং লাল মিয়ার ছেলে আসাদুল ইসলাম গিয়াস, সাথিয়া দত্তকান্দি নিজাম মোল্লার ছেলে আলামত মোল্লা @ টেক্কা, আমিনপুর থানা ভুরকুলিয়া মৃত হানিফের ছেলে আব্দুল কাদের ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল ২৭ খানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায় আটকৃত প্রত্যেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী

(২৪ফেব্রুয়ারি ) সোমবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) রেজিনূর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ