34.7 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে নাবিল’এর ঈদ উপহার বিতরণ

print news

নিউজ রাজশাহী ডেস্ক : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে অসহায় গরিব ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার জাহান বকস মন্ডল-আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে পবার ভেড়াপোড়া নাবিল ইন্ডাস্ট্রিজ চত্বরে দুই হাজার অসহায় গরিব ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অসহায় গরিব ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহান বকস্ মন্ডল। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহান বকস্ মন্ডল বলেন, পবিত্র রমজান মাসে ধনী-গরিব সবার পরিবারেরই প্রাত্যহিক খরচ বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। এছাড়া হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তসহ সকলের কম খরচে পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে। তিনি জানান, নাবিল গ্রুপের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য বাংলাদেশের খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণে এক যুগের বেশি সময় ধরে বিশেষ ভূমিকা পালন করছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দেশের অন্যতম বৃহৎ এই ব্যবসায়ী গ্রুপ গম, মসুর ডাল, ভুট্টা, মটর ডাল, সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক। গত অর্থবছরে দেশের খাদ্যপণ্য আমদানিতে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অবস্থান ছিল চতুর্থ।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ