26.7 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

পবিত্র বিশ্ব উরশ শরীফ শুরু ৮ ফেব্রুয়ারি

print news

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব উরশ শরীফ (বিশ্ব ইসলামি সম্মেলন) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮, ৯, ১০, ১১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) মহাখালী আই.ডি হাসপাতালের অডিটোরিয়ামের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ কেন্দ্রীয় পরিষদ ও মহানগরের নেতারা। ছাত্র সম্মেলনের সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বার।

জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বার বলেন, আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকে চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই। প্রকৃতপক্ষে কেহই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে চরমপন্থার কোনো ঠাই নেই। ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। কলেমার ইসলামে আমাদের মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ