নিজস্ব প্রতিনিধি পবা : পবা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। আলোচনা সভার শুরুতে শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন এক মিটার নিরবতা পালন করা হয়েছে।
এর আগে, জাতীয় স্থানীয় সরকার দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, পৌর স্বাস্থ্য কর্মকর্তা ওয়ালিউর আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।