13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

নেদারল্যান্ডসে গেলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে

print news

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নেতানিয়াহু নেদারল্যান্ডের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এ কথা বলেন।

নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের সঙ্গেও নেদারল্যান্ডস কোনো অপ্রয়োজনীয় যোগাযোগ করবে না বলে জানিয়েছেন ভেল্ডক্যাম্প। তিনি বলেন, নেদারল্যান্ডস রোম সংবিধির সঙ্গেই থাকবে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের ‘রোম সংবিধি’ হলো একটি চুক্তি। এটি ১৯৯৮ সালের ১৭ জুলাই ইতালির রোমে একটি কূটনৈতিক সম্মেলনে গৃহীত হয়। এটি ২০০২ সালের ১ জুলাই কার্যকর হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১২৪টি দেশ এই চুক্তির অংশ। কারও বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলে এসব দেশ তাদের গ্রেপ্তার করতে পারবে।

নেতানিয়াহুর নেদারল্যান্ডস সফরের কোনো পরিকল্পনা না থাকলেও ডাচ পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই মধ্যপ্রাচ্য সফর করবেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ