29.2 C
Rajshahi
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার শিকার ছাত্রশিবিরের তিন কর্মী

print news

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের তিন কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিপাড়া ভূমি অফিসরে সামনে এ  ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় আহতরা হলেন, তরিকুল ইসলাম (২৫) রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)।

আহত সাইদুল ইসলাম বলেন, ‘ শুক্রবার রাতে আমাদের তিনজনকে পেয়ে আমাদের ওপরে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা এর আগে ফেসবুকে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।’

ইন্দুরকানী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমরা সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে বাড়ি ফিরছিলাম, পথে আমাদের ওপরে হামলা করে।

ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন জানান, আমাদের শিবিরের ছেলেরা সাংগঠনিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় ৩ শিবির নেতা আহত হয়েছে। এ ব্যাপারে আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।’

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘রাতে বালিপাড়ায় একটি হামলার ঘটনা ঘটেছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ