26.7 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

print news

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ যান নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন- সোনারগাঁওয়ের আমগাঁও এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ইসলাম (২৬) ও একই এলাকার উজ্জল মিয়া (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার মিঠু মিয়া ( ২০)। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও আহত মিঠু মিয়া জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে সোহান ও উজ্জলকে নিয়ে সোনারগাঁও আমগাঁও এলাকা থেকে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশে রওনা হন মিঠু। বেলা পৌনে ১২টার দিকে নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিষিদ্ধ যান নসিমন তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি আঞ্চলিক মহাসড়কের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহান মারা যায়। অপর মোটর সাইকেল আরোহী উজ্জল ও মিঠুকে আশপাশের লোকজন উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন। আর মিঠুকে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত নিহতদের পরিবার কোনো অভিযোগ করেননি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ