স্টাফ রিপোর্টার দুর্জয় : নাটোরে যোথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোস্তদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে নাটোর জেলা প্রশাসকের আয়োজনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে শহরের মাদ্রাসা মোড় এলাকায় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা সহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।