নিজস্ব প্রতিনিধি পবা : পবার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ, পুরস্কার বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠান চত্তরে এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বাক্কার সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। স্বাগত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দীন প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন, নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও মিজানুর রহমান মিজান, এয়ারপোর্ট থানা জামায়াত ইসলামীর আমির মো. সুজাউদ্দৌলা, সেক্রেটারি এ্যাড. মশিউর রহমান, প্রতিষ্ঠানে অভিভাবক সদস্য হেলাল উদ্দিন, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন।
সিনিয়র শিক্ষক জাইদুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, শিক্ষক প্রতিনিধি মাইনুল ইসলাম, শিক্ষক সেলিমুর রহমান, শিক্ষক শাহজাহান আলী, হাবিবুর রহমান, শিক্ষক আব্দুল মতিন, শিক্ষক তারিকুল ইসলাম, শিক্ষক শাহীন আলী, শিক্ষক সামেরুল ইসলাম, তাহেরা খাতুন, রাশিদা খাতুন, সেলিনা বানু, মাহফুজা,জেসমিন আফরোজ, সুরাইয়া পারভীন, তৃপ্তি রানী ও রাবেয়া খাতুনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শিক্ষক আব্দুস সামাদ।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।