নিজস্ব প্রতিনিধি : নওগাঁয় পুলিশি অভিযানে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। আজ রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক কথা জানান পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
পুলিশ সুপার জানান, গ্রেফতার ডাকাতরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সাধারন মানুষকে জিম্মি করে ডাকাতি করতেন। গ্রেফতারের পর ডাকাতেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
গত কয়েকদিনে জেলায় ৯জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।