32.7 C
Rajshahi
সোমবার, মার্চ ১০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ধর্ষক শিক্ষককে আদালত প্রাঙ্গণে গণধোলাই, জনতার বিক্ষোভ

print news

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুলশিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ রবিবার (৯ মার্চ) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তবে আদালতে আনা মাত্রই উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষকের ওপর চড়াও হয় এবং গণধোলাই দেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থী ও সাধারণ জনগণ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। পরিস্থিতি শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা আশ্বস্ত করে বলেন, “অপরাধী যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বের হতে না পারে, তা নিশ্চিত করা হবে। প্রমাণিত হলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।”

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ