নিজস্ব প্রতিনিধি : ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’- রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারদিন রহমানের বাড়ির দেয়ালে লিখা হয়েছে এমন বার্তা। এই লিখাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ফারদিন রহমানের বাড়ির দেয়ালে লিখাটির বিষয়ে জানাজানি হয়। এর আগে রোববার দিবাগত রাতে সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামে চারঘাট উপজেলার ফারদিনের নিজ বাড়ির দেয়ালে এই বার্তা লিখা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্তে নেমেছে পুলিশ।
ফারদিন রহমান সিটি পলিটেকনিক অ্যাণ্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফারদিনসহ আট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের জেলাহাজতে পাঠানো হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ফারদিন মুক্তি পান।
ফারদিন রহমান বলেন, ‘রোববার রাতে ১০টার দিকে বাবার সাথে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকালেও লেখাটি ছিল না। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।’
চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘এ বিষয়ে ফারদিন রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।