14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

দুর্গাপুরের ৩ ইউপি চেয়ারম্যান, ছাত্রলীগ নেতা-সহ ৫ জন কারাগারে

print news

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর থানায় দায়ের করা স*ন্ত্রা*স ও নাশ*ক*তার মামলায় তিন ইউপি চেয়ারম্যান ও দুই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আত্মসমর্পণ করা তিন ইউপি চেয়ারম্যান হলেন, দুর্গাপুরের ২ নং কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার আলী ও ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। এছাড়াও আত্মসমর্পণ করা অপর দুই ছাত্রলীগ নেতারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে রাজশাহীর আমলী আদালত-৩ এর বিজ্ঞ বিচারক মল্লিকা চক্রবর্তীর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন জানালে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী এড. শরিফুল ইসলাম জানান, ২৯ ডিসেম্বর এই মামলায় আদালতের ধার্য দিন ছিল। আত্মসমর্পণ করা ৫ জনই এজাহারনামীয় আসামি ছিলেন। এই মামলায় সম্ভবত ১৩২ জন আসামি জামিনে আছেন। এছাড়াও আগে থেকেই দুইজন কারাগারে আছেন। নতুন করে আরও ৫ আসামি আত্মসমর্পণ করায় এই মামলায় ৭ জন আসামি কারা হেফাজতে রয়েছেন।

যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে, সেহেতু পুনরায় আসামিদের জামিন আবেদন জানানো হবে বলেও জানান এড. শরিফুল ইসলাম।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট উপজেলা সদরের মেডিকেল মোড়ে ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী আ*গ্নে*য়া*স্ত্র ও দেশীয় অ*স্ত্র-সহ প্রকাশ্যে বো*মা বি*স্ফো*রণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হ*ত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ