14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

দিন দিন পার্ক ও উন্মুক্ত স্থানে স্কুল-কলেজের পোশাকে শিক্ষার্থীদের আনাগোনা বেড়েই চলেছে

print news

স্টাফ রিপোর্টার দুর্জয় : শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে বাসা থেকে বের স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মাঝপথেই বদলে যায় গন্তব্য। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তে চলে যায় পার্কে। দৃষ্টিকটু চলাফেরা, ধূমপান যেন তাদের স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের নজর না থাকায় দিন দিন পার্ক ও উন্মুক্ত স্থানে স্কুল-কলেজের পোশাকে শিক্ষার্থীদের আনাগোনা বাড়ছে, যা ভবিষ্যতের জন্য অশনিসংকেত বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

পাবনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন পৌর বিনোদন পার্কে এলাকা সকাল থেকেই থাকে জমজমাট। দর্শনার্থীদের দিকে নজর দিতেই দেখা যায় স্কুল-কলেজ পোশাকধারীদের। কেউ কেউ এসেছেন দলবদ্ধভাবে, কেউবা যুগলবন্দি।

গণমাধ্যমকর্মী পরিচয়ে কথা বলতে চাইলে এই প্রতিবেদককে এড়িয়ে যায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন পৌর বিনোদন পার্কে আগত শিক্ষার্থী ও বিভিন্ন দোকানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগত শিক্ষার্থীরা আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত। এর মধ্যে রয়েছে পাবনা সেন্ট্রাল গার্লস স্কুল, শহীদ ফজলুল হক ও পাবনা কলেজের শিক্ষার্থী। এসব বিষয়ে গণমাধ্যম কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানে অবগত করলে, কলেজ কর্তৃপক্ষ দ্রুত সেসব শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ