অনলাইন ডেস্ক : প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হেনেছে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভার সঙ্গে আলজারি জোসেফকে সাজঘরে পাঠিয়েছেন হাসান মাহমুদ।
জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। এ দিন প্রথম ওভারেই কোনো রান যোগ করার আগেই হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান জশুয়া।
তার বিদায়ের পর ক্রিজে আসেন আলজারি জোসেফ। তবে সুবিধা করতে পারেননি তিনি। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন হাসান। দলীয় ২৬১ রানে ৩ বলে ৪ রান করে আউট হন জোসেফ। ৮৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।