17.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

দাবানলের কবলে হলিউড হিলস, তারকাদের ঘরবাড়ি পুড়ে ছাই

print news

অনলাইন ডেস্ক : মার্কিন চলচ্চিত্র শিল্পের কেন্দ্রস্থল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দ্রুত ছড়িয়ে পড়া অনিয়ন্ত্রিত আগুনে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ১ লাখ ৩০ হাজার লোককে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে দাবানল ছড়িয়ে পড়ে হলিউড হিলসে। সেখানে চলচ্চিত্র তারকা এবং সেলিব্রিটিদের বাড়িগুলো আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে।

আল জাজিরার প্রতিবেদন বলছে, দাবানলে ম্যান্ডি মুর, ক্যারি এলউইস ও প্যারিস হিলটনের মতো তারকারা ঘরবাড়ি হারিয়েছেন। পুড়ে গেছে বিলি ক্রিস্টাল এবং তার স্ত্রী জেনিসের ৪৫ বছরের পুরোনো বাড়ি।

তাদকাপাড়ায় এমন ভয়াবহ দাবানলের প্রভাবে কিছু পুরস্কার অনুষ্ঠানও স্থগিত হয়েছে। বিশেষ করে অস্কার মনোনয়ন ঘোষণা ২ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।

বেশ কয়েকটি হলিউড স্টুডিও উত্পাদন স্থগিত করেছে। ইউনিভার্সাল স্টুডিওগুলো প্যাসাডেনা এবং প্যাসিফিক প্যালিসেডসের মধ্যে থিম পার্ক বন্ধ করে দিয়েছে।

রয়টার্সের পৃথক এক প্রতিবেদনে জানানো হয়েছে, দাবানলে ‘গসিপ গার্ল’ তারকা লেইটন মিস্টার ও তার স্বামী অ্যাডাম ব্রডির ৬৫ লাখ ডলারের বাড়ি পুড়ে গেছে।

অস্কার অনুষ্ঠানের উপস্থাপক বিলি ক্রিস্টাল এবং তার স্ত্রী জেনিস জানিয়েছেন, বাড়ি হারিয়ে তাদের হৃদয় ভেঙে গেছে। যেখানে তারা ১৯৭৯ সাল থেকে সন্তান এবং নাতি-নাতনিদের বড় করেছেন।

রিয়েলিটি টিভি তারকা হিলটন এক্স পোস্টে লিখেছেন, পরিবারের সঙ্গে বসে সংবাদ দেখা এবং লাইভ টিভিতে আমাদের বাড়ি পুড়ে মাটিতে মিশে যেতে দেখা…। এটি এমন কিছু, যে অভিজ্ঞতা হওয়া উচিত নয়।

ক্যালিফোর্নিয়ার সাবেক ফার্স্ট লেডি শ্রিভার বলেন, সব শেষ হয়ে গেছে। আমাদের পাড়া, আমাদের রেস্তোরাঁ…। দমকল কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন, তবে এই আগুন ব্যাপক, নিয়ন্ত্রণের বাইরে।

দুইবারের অস্কার মনোনয়ন পাওয়া এবং তিনবারের এমি বিজয়ী উডস বর্ণনা করছিলেন, কীভাবে তিনি তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আজ আপনি পুলে সাঁতার কাটছেন, পরের দিন এর সব চলে গেল…।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ