নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় হাঁস চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহতের খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- জহিরুল হক টিটু (৫০), কাজী রাইসুল (২৩) ও কাজী সোহান (২৭)। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি ওই গ্রামে মো. সাহবুদ্দিন সরদারের দুটি হাঁস চুরি হয়। পরে সাহাবুদ্দিন জানতে পারেন স্থানীয় সোহান নামের এক যুবক হাঁস চুরি করে পিকনিক খেয়েছে। পরে সাহাবুদ্দিন সরদার ওই গ্রামের স্থানীয় বাসিন্দা কাজী জাহাঙ্গীরের কাছে হাঁস চুরির নালিশ দেন। এই নালিশকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে বুধবার দুই পক্ষে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
দশমিনা থানা ওসি মোহাম্মাদ আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তাদের বরিশালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।