নিউজ রাজশাহী ডেস্ক : আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ধ্বংস হয়েছে উল্লেখ করে বাংলাদেশ মহিলা দলের সহ-সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি জাহান পান্না বলেছেন, “শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলো তখন বাংলাদেশের মানুষের উপর যে অন্যায় অত্যাচার করেছে তা আমরা সবাই দেখেছি।
আওয়ামী লীগ ১৫ বছরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে এখন সব নেতাকর্মী ভারতে পালিয়ে আছে। তারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন দেশবাসী আর কেনদিন আপনাদের মেনে নিবে না। দেশের জনগণ বুঝে গেছে বাংলাদেশের উন্নয়ন কেবলমাত্র বিএনপি দ্বারাই সম্ভব। সামনের নির্বাচনে তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া।”
শুক্রবার (৬ ই ডিসেম্বর) বিকেলে পবা উপজেলা বিএনপির আয়োজনে ৩১ দফা রুপরেখা জনগণকে অবহিত করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পবা উপজেলার পারিলা ইউনিয়নের কবি কাজী নজরুল ইসলাম কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এগুলো কথা বলেন। তিনি বলেন,”কিছু কিছু জিনিস আওয়ামী লীগ সরকার খুবই খারাপ করে দিয়ে গেছে। এর মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা। এটা ঠিক করা দরকার। সবাই যাতে ভোট দিতে পারে। যার ভোট সেই দেবে, যাকে খুশি তাঁকে দেবে, এমন একটা ভোটের মধ্য দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করব। জনগণ দেখেছে ৭৫ পরবর্তীতে বিএনপি সরকার বাংলাদেশ রাষ্ট্র কে কিভাবে এগিয়ে নিয়েছিলো। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে দেশে খাল খনন সহ কতো ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন।
ভারত সম্পর্কে জাহান পান্না বলেন, ‘আপনাদের পাশেই ভারত। ওরা অনেক খারাপ কাজ করে। সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয়। আমরা তাঁদের সঙ্গে ভালোভাবে প্রতিবেশীর মতো থাকতে চাই। কিন্তু আমাদের ওপর যদি অন্যায়-অত্যাচার হয়, তার প্রতিবাদ আমরা জানাব।ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা নেতাকর্মীরা একতাবদ্ধ থাকবেন।”
পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলো রাজশাহী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা বেগম, তারেক জিয়া মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক আলম আলী, রাজশাহী মহানগর কৃষকদলের যুগ্ন আহব্বায়ক সাব্বির হোসেন শাওন, পারিলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি আয়েশা বেগম, সাধারণ সম্পাদক মোবাশ্বিরা বেগম, ইউনিয়ন বিএনপির সদস্য এরশাদ আলী সহ উপস্থিত ছিলো বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কবি কাজী নজরুল ইসলাম কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে খড়খড়ি বাজার প্রদিক্ষণ করে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।