নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় ডাকাত দলের সদস্য সন্দেহে এক নারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার দিকে কাহেন্দী গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে বিল্লাল (৪৫) ও লাভলীসহ (২৫) ১০-১২ জনের একটি ডাকাত দল। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী জাকিরের বাড়ি ঘেরাও করে। পালানোর চেষ্টা করার সময় ডাকাত বিল্লালকে কাহেন্দী ব্রিজের দক্ষিণ পাশে ওয়াসার লাইনের কাছাকাছি ধরে ফেলে এলাকাবাসী। সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে।
অন্যদিকে, লাভলী জীবন বাঁচাতে জাকিরের বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ওই নারীকে পুলিশ হেফাজতে নিয়েছে।
তবে আহত নারী চিকিৎসাধীন অবস্থায় দাবি করেন, তিনি ডাকাত নন। তিনি পতিতাবৃত্তির সঙ্গে। ওই রাতে সেখানে ছিলেন। আশপাশে মানুষ দেখে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এলাকাবাসীর পিটুনিতে বিল্লাল নামে একজন নিহত হয়েছে। তার বিরুদ্ধে খুন-ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। এই ঘটনায় এলাকাবাসী এক নারীকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছে। তাকে আটক করা হয়েছে। তবে ওই নারী ডাকাত কি না তা নিয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।