নিজস্ব প্রতিনিধি : গতবছর রাজশাহী জেলার চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এবং চট্রগ্রাম জেলার পাঁচটি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কার্যক্রম শুরু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এখনো কার্যক্রমটি শেষটি হয়। ফলে কলেজ-গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি-রেজিস্ট্রার আবুল কাশেম তথ্যটি নিশ্চিত করেছেন।
ডেপুটি-রেজিস্ট্রার আবুল কাশেম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই সব কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার ব্যাপারটা কার্যকর হয়নি।
রাবির অধিভুক্ত চারটি কলেজের ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি কলেজগুলোর দায়িত্ব নেয়নি। প্রশাসন এই বিষয়ে আলোচনা করে কিছু বিষয়ে জটিলতা পেয়েছে। আর পরবর্তীতেও মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনোকিছু জানানো হয়নি। আপাতত ওটা ওভাবে আছে; কার্যকর হয়নি। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অধিভুক্ত কলেজের ভর্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তও হয়নি।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, আমরা গত পরশু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ পেয়েছি। সেভাবেই আমরা ভর্তি কার্যক্রম শুরু করেছি।
উল্লেখ্য, গত বছরের ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের ৫ কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর ৪ কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য মন্ত্রণালয়ের এ বিভাগ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রাজশাহী জেলার ওই চারটি কলেজ হলো- রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ।