14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

জাতীয় পার্টির সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা

print news

নিউজ রাজশাহী : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন ধরে থানায় সোপর্দ করেছে। তিনি জাতীয় পার্টি থেকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

গত ৫ আগস্টের পর কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানান স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বীর বাঘৈর এলাকায় গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন দেখতে পান। তখন তার সামনে ২০-২৫ জন লোক জড়ো হন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হলে আশপাশের কেউ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন স্থানীয় লোকজন সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে।

বীর বাঘৈর এলাকার বাসিন্দা আজহার আলী বলেন, এই এলাকায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে। সেখানে একটি ছোট ঘর রয়েছে। সম্ভবত ৫ আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন দেখতে পান। এ সময় তার সামনে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়রা টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম সমকালকে বলেন, বীর বাঘৈর এলাকার লোকজন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এলাকার লোকজনের কাছে জানতে পারলাম, বীর বাঘৈর এলাকায় তার কিছু জমি রয়েছে। সেখানে ছোট একটি ঘর আছে। মাঝেমধ্যে তিনি সেখানে আসতেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ