13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

জাতীয় ঐক্য জরুরি, সেই সঙ্গে দরকার দ্রুত সংস্কার করে নির্বাচন: প্রধান উপদেষ্টাকে বিএনপি

print news

নিজস্ব প্রতিবেদক : দেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলা। একইসঙ্গে দরকার যথাযথ সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা। অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাতে এ দুটি দিক গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে বিএনপি।

‘এখন জাতীয় ঐক্য গড়ে তোলাই সবচেয়ে প্রয়োজন। আমাদের সামনের বড় চ্যালেঞ্জ — বিশেষ করে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় — তাদের মোকাবিলায় আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলেতে হবে। এ কথাগুলো আমরা [প্রধান উপদেষ্টাকে] বলে এসেছি।’

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে সেই সঙ্গে দ্রুত নির্বাচনি রোডম্যাপ প্রকাশের আহ্বানও জানিয়েছে দলটি। ‘আমরা বলেছি, সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচনি সংস্কার। এ সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি,’ বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েকদিনের বিভিন্ন ঘটনার বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের এ উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আমরা আশা করি, তিনি দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন, যাতে দেশে বিভাজন সৃষ্টি না হয়।’

তিনি আরও জানান, জনগণের দুর্ভোগ, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা হয়েছে। টিসিবির ট্রাকের সংখ্যা ও কার্যক্রম বাড়ানোর পাশাপাশি এলাকাভিত্তিক সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘ট্রাক চলাচল নির্বিঘ্ন রাখতে এবং কৃষিক্ষেত্রে বিশেষ করে সার বিতরণে যে সমস্যাগুলো এখনো রয়ে গেছে, তা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। ফ্যাসিস্টদের দোসররা এখনো এসব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। আমরা জনগণের পক্ষে থাকা ব্যক্তিদের এসব কাজে সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছি।’

শিল্প উৎপাদন সচল রাখতে সরকারের সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শিল্পাঞ্চলে শ্রমিকদের নিয়মিত বেতন দিতে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের ঋণ প্রদানের মতো পদক্ষেপ নেওয়া জরুরি।

মির্জা ফখরুল বলেন, ‘ইউনিয়ন পরিষদগুলো অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। সিটি কর্পোরেশন ভেঙে দেওয়ার মতো ইউনিয়ন পরিষদগুলোও ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করা উচিত।’

এছাড়া ট্রেড বডিসমূহ ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন ট্রেড বডি গঠন করতেও প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল দেশের চলমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায় যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহম্মেদও প্রতিনিধি দলে ছিলেন।

এর আগে ২৩ অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন বিএনপির তিন শীর্ষ নেতা।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ