নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে ফরম্যাটে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। হোক সেটা ঘরের মাটিতে কিংবা বিদেশে। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক লাল-সবুজের প্রতিনিধিরা ছেড়ে করা বলে না। তার উপর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে টাইগারদের রয়েছে সুখকর স্মৃতিও।
উইন্ডিজরা ওয়ানডে ফরম্যাটে সবশেষ টানা ৫ সিরিজে জয়ের দেখা পায়নি বাংলাদেশের বিপক্ষে। হয়তো এবার চাইবে ঘুরে দাড়াতে তবে মিরাজ বাহিনীও যে ছেড়ে কথা বলবে না তা বলাই যায়। এমন প্রতিদ্বদ্বীতা মাথায় রেখেই আজ সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা টাইগাদের হতাশার ছিলো। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছিলো কোনোরকম লড়াই না করেই। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়িয়েছে সফরকারীরা। ব্যাটে বলে দাপট দেখিয়েই লাল বলের সিরিজ শেষ করে ১-১ সমতায়, উইন্ডিজের মাটিতে সাদাপোশাকে জয় পায় ১৫ বছর পর। এবার পালা ওয়ানডের সিরিজের। পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ফরম্যাটে বাংলাদেশ খানিকটা কমশক্তির দল হলেও ওয়েনডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। এই ফরম্যাটে টাইগারদের বিপক্ষে উইন্ডিজরা সবশেষ এই ফরম্যাটে সিরিজ জয় পায় ২০১৪ সালে। তার মধ্যে ২০২২ সালেও তাদের ঘরের মাটিতে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে গতপরশু থেকেই ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। প্রথম দিনের অনুশীলন শুরুর আগে দলের প্রতি বার্তা দিতে গিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা বিগত দিনে কি খেলেছি না খেলেছি সেসব বাদ। এখানে (ওয়ানডে সিরিজে) ভালো একটা সুযোগ রয়েছে আমাদের জন্য তো আমরা সবাই সবাইকে সহযোগীতা করবো। সেটা যখন আমরা করবো তখন দলগত ভাবে খেলতে পারবো আর ভালো একটা ফলাফলও আমরা পাবো।’ এই বার্তায় স্পষ্ট যে বাংলাদেশে আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজেও জয়ের ধারা অব্যাহত রাখতেই মরিয়া।
যদিও খানিকটা বারতি চ্যালেঞ্জ থাকবে তাদের সামনে। কেননা দলে এক গাদা তারকা ক্রিকেটার মাঠের বাহিরে। চোটের কারণে এইবারের স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। এছাড়া নেই দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। পাশাপাশি নিজেদের সবশেষ খেলা ওয়ানডে সিরিজেও খুব বেশি সুখকর স্মৃতি নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই মাথায় না রেখে নতুন সিরিজে নতুন ভাবেই শুরু করতে চায় মিরাজ বাহিনী।